Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

আসামী দেখতে থানায় গেলো চার শিশু

৩১ মার্চ, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
আসামী দেখতে থানায় গেলো চার শিশু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি ও কিছু কথা লিখে পোস্ট করেন। তার পোস্টের হেড লাইন ছিলো “স্বপ্ন যখন মানুষ হওয়ার”।

বৃহস্পতিবার বিকেল ১টা ৪২ মিনিট। হাজীগঞ্জ থানায় চারজন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু এসে থানা হাজতের সামনে দেখা যায় উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য। সিসিটিভিতে দেখতে পেয়ে এসব কোমলমতি শিশুদের পানে এগিয়ে আসেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
তারা থানায় এসে এভাবে কি দেখছে? জিজ্ঞেস করেন তিনি,
তারা সমস্বরে উত্তর দিলো, “আসামী দেখতে এসেছে”!

অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ তাদের কাছে আসামীর অর্থ জানতে চায়?
তারা বললো, যারা চুরি করে,ডাকাতি করে,মানুষ খুন করে,তারাই আসামী।
তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা কি? শিশুরা বললো,”তারা খারাপ মানুষ”
তখন তাদের নিকট জানতে চাইলেন, তোমরা বড় হয়ে কি হবে?

দ্বীপ্ত কন্ঠে বললো,”আমরা ভালো মানুষ হবো”
অফিসার ইনচার্জ তাদের প্রশ্ন করেন বড় হয়ে কি করবে? তারা বললো মানুষের উপকার করবো”!
তারপর জিজ্ঞেস করলো, আর কি হবে?? তারা সর্বশেষ উত্তর দিলো, ভালো পজিশনে যাবো।

এভাবেই চলছিল তাদের কথোপকথন। মাঝখানেই তারা বললো আমরা কখনো আসামী হবো না!

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশুদের প্রথম উত্তর যদি হয় ভালো মানুষ হবো, তাহলে আসলেই তারা কখনো আসামী হবে না। ভাবতে ভালোই লাগলো তাদের কথা বলার ধরণ, চিন্তার ধরণ, মনোভাবের ধরণ দেখে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আমরা আশা করতেই পারি, অনুর্ধ্ব দশ বছর বয়সী শিশুদের চিন্তা যদি এমন হয়, নিঃসন্দেহে সুন্দর হবে আগামীর বাংলাদেশ।

অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের এমনই মহানুভবতার ছবিটি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জায়গা করে নিয়েছে উপজেলাবাসীর মনে।

শেয়ার