Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

কবরস্থান থেকে কঙ্কাল চুরি

৩১ মার্চ, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
কবরস্থান থেকে কঙ্কাল চুরি
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে বড় ধুলন্ডী কবর স্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী কবরস্থানে এ ঘটনা ঘটে।

এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গতরাতে কে বা কারা ধুলন্ডী কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সিআইডি ও র‌্যাব সদস্যকে জানানো হয়েছে।

এসময় তিনি আরও জানান, কবরস্থানটিতে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার