Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

ভোলায় আখ খেত থেকে যুবকের লাশ উদ্ধার

০২ এপ্রিল, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
ভোলায় আখ খেত থেকে যুবকের লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি :

ভোলার দৌলতখানে একটি আখ খেত থেকে মো. আবু তাহের (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলিম পাটওয়ারী বাড়ির সংলগ্ন একটি আখ খেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি দৌলতখান পৌরসভা ২ নং ওয়ার্ডের মো. ছাদেক মিয়ার ছেলে আবু তাহেরের বলে পুলিশ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রবার সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলিম পাটওয়ারী বাড়ির সংলগ্ন একটি আখ খেতে পড়ে থাকা একটি লাশ দেখতে পান। পরে দৌলতখান থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে আখ খেত থেকে লাশটি উদ্ধার করেন।

দৌলতান থানার ওসি মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বাণিজ্য প্রতিদিনকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না অন্য কিছু ময়না তদন্ত রির্পোট না আসতে বলা যাবে না। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে ।

শেয়ার