নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার টয়লেটের ট্যাংক থেকে আব্দুর রহমান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবরামপুর হাফেজীয়া ও কওয়ামী মাদ্রাসার টয়লেটের ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত আব্দুর রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন মোল্লাপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থাথীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার বিকেলে নিহত শিশু আব্দুর রহমান তার বাবার সাথে শিবরামপুর মোড়ে চা পান করতে যায়। চা পানের পর তার বাবা রহিদুল ইসলাম ছেলেকে বাহিরে রেখে মাগরিবের নামাজ আদায় করার জন্য শিবরামপুর হাফেজীয়া ও কওয়ামী মাদ্রাসার মসজিদের ভেতরে যান। নামাজ আদায় শেষে বাহিরে এসে তার সন্তানকে আর দেখতে পাননা। তাৎক্ষণিক ভাবে মাদ্রাসার চার পার্শ্বে ও মোড়ের সব জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসার টয়লেটের ট্যাংক এর পার্শ্বে তার জুতা দেখতে পান। এরপর সে একটা লাঠি দিয়ে টয়লেটের ট্যাংকের ভেতর নাড়াচাড়া করতেই তার বাচ্চার মৃতদেহটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত শিশুর মরদেহ টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ওসি জানান, নিহত শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।