মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বেরইল পূর্ব শিকদার পাড়া জামে মসজিদ এর নতুন ভবনের গতকাল শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১লা এপ্রিল দুপুর ১টায় টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামে মসজিদের ভবনের শুভ উদ্বোধন করেন মাগুরা ১-আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লি: এ-র ব্যাবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শরীফ আজিজুল হাসান মোহন।
এ ছাড়াও শিকদার পাড়া জামে মসজিদের সভাপতি মিলন শিকদার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাঘদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মেম্বার কবির মোল্লা, রাঘবদাইড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুন্সি মহিদুল ইসলাম মোহনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-উলামাগন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রাঘবদাইড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম নুরুদ্দিন শিকদার এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার পরিবারের সদস্য, মাননীয় সাস্থানীয়দের পৃষ্ঠপোষকতায় মসজিদসহ মাদ্রাসার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আজ উদ্ভোদনের পর জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।