Top

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়িদের প্রতি ‘রেড এলার্ড’ ঘোষণা নেত্রকোণা জেলা প্রশাসণের

০২ এপ্রিল, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
নেত্রকোণা প্রতিনিধি :

আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে শহর ঘুরে অসাধু ব্যাবসায়িদের লাল সংকেত (রেড এলার্ড) দিলেননেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) কাজি মো. আবদুর রহমান।

শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড় টা পর্যস্ত নেত্রকোণা জেলা শহরের মেছুয়া বাজার, বড় বাজার, ছোট বাজারসহ বিভিন্ন বিপনি বিতান ঘরে তিনি জনস্বার্থে সতর্কীকরণ এ সংকেত দেন।

সতর্কীকরণের সময় ব্যাবসায়িদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, রমজানের প্রথম দিন থেকে জেলার বাজার সমূহে লাগাতার ভ্রাম্যমান আদালত চলবে। পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্য মূল্যে অসঙ্গতি দেখতে পেলে ব্যাবসায়িদের জেল জরিমানার আওতায় আনা হবে। তাই আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেত্রকোণা জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় অসাধু ব্যাসায়িদের সতর্কীকরণ ‘রেড এলার্ড’ জারী করা হলো যাতে করে ব্যাবসায়ীরা যেন দ্রব্যমূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ,, নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক এম মোখলেছুর রহমান খান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

শেয়ার