আগামি ঈদুল ফিতরে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করণের লক্ষ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চারলেন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সাথে হাইওয়ে পুলিশের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ফুড ভিলেজ প্লাস হোটেলে পবিত্র রমজান শুরুর আগের দিন শনিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামি ঈদুল ফিতরে ঈদে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে হাইওয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ কারণে মহাসড়কে যানজটের কারণগুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের দ্রুত সড়ক মেরামতের নির্দেশ দেন। এসময় সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কামারখন্দ উপজেলার ধোপাকান্দি পর্যন্ত মহাসড়ক ছয় লেনের কাজ চলমান থাকায় কিছুদিন থেমে থেমে যানজট ছিল। বর্তমানে মহাসড়কে কোন যানজট নেই। নলকা সেতু নির্মাণাধীন থাকায় গত ঈদে এক লেনে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে চলতি রমজানের মাঝামাঝি সময়ে নলকা সেতুর নির্মাণ কাজ
শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই যানবাহন চলাচলের জন্য খুলে হবে। তাই এবারে ঈদুল ফিতরে মহাসড়কে যানজট সৃষ্টি হবে না। নির্বিঘ্নে যানবাহনে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারবে এবং ঈদ আনন্দ উপভোগ করবে।
এ সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বগুড়া হাইওয়ে রিজিওয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান হেগো মীর আকতার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এখলাস উদ্দিন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, টি আই
রফিকুল ইসলাম ও সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন
উপস্থিত ছিলেন।