Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

মেহেরপুরে কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

০৩ এপ্রিল, ২০২২ ২:২৯ অপরাহ্ণ
মেহেরপুরে কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে কাজলা নদীতে ডুবে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১ টায় সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া কাজলা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মাহি খাতুন শেরপুর জেলা শহরের মঞ্জুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান,মাহি খাতুন কিছুদিন পূর্বে তার মায়ের সাথে নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে এক বান্ধীর সাথে কাজলা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: দ্বারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার