Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

দীর্ঘ একদশকেও খোঁজ মেলেনি সিলেটের ২ ছাত্রদল নেতার

০৩ এপ্রিল, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
দীর্ঘ একদশকেও খোঁজ মেলেনি সিলেটের ২ ছাত্রদল নেতার
সিলেট প্রতিনিধি :

গত এক দশকে ঢাকা থেকে ‘নিখোঁজ’ হওয়া সিলেটের ২ ছাত্রদল নেতার খোঁজ মেলেনি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।

তাদের অপেক্ষায় স্বজনরা আজও প্রহর গুনছেন। তাদের আশা- একদিন ফিরে আসবেন দিনার-জুনেদ। ওই বছর সিলেট নগরীর উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার।

মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। এ অবস্থায় ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ নিখোঁজ হন দিনার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব বলে দাবি স্বজনদের। দিনারের কিশোর বয়সী ছেলে রাইয়ান আর মেয়ে মাইশা দীর্ঘ ১০ বছর বাবার আদর-স্নেহ বঞ্চিত। আর পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা।

এদিকে, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে রবিবার (৩ এপ্রিল) এক দোয়া মাহফিলের আয়োজন
করা হয়েছে।

 

শেয়ার