মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের আর্থিক সাবলম্বীতায় বকনা জাতের গরু বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ গরু বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা আ’লীগের ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, সংস্থার লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রামের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহম্মেদ প্রমুখ।
এ সময় ৫০ জন অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হয়।