যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলাকারীদের দেশপ্রেমিক বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এবং উপদেষ্টা ইভানকা ট্রাম্প।
এক টুইটে তিনি ওই দাঙ্গাকারীদের ‘আমেরিকান দেশপ্রেমিক’ বলে উল্লেখ করেন। তবে তীব্র সমালোচনার মুখে দ্রুত সেই টুইট ডিলিটও করেন ট্রাম্পকন্যা।
ইভানকা টুইটবার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেশপ্রেমিকরা- কোনো নিরাপত্তা লঙ্ঘন বা আইন প্রয়োগকারীদের অসম্মান করা গ্রহণযোগ্য নয়। এ সহিংসতা এখনই বন্ধ করতে হবে। দয়া করে শান্তিপূর্ণ আচরণ করুন।’
পরে সমালোচনার মুখে তার টুইটটি ডিলিট করে দেন তিনি। খবর সিএনএনের।
সিএনএনের একজন রিপোর্টার লিখেছেন, আপনি বলছেন এই ব্যক্তিরা ‘দেশপ্রেমিক’? এর জবাবে ইভানকা লিখেছেন, ‘না, শান্তিপূর্ণ বিক্ষোভ করা দেশপ্রেমমূলক কাজ। সহিংসতা অগ্রহণযোগ্য এবং অবশ্যই তীব্রভাবে নিন্দা করতে হবে।’
গত বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে পড়ে ট্রাম্প সমর্থকরা। এ সময় তারা ব্যাপক তাণ্ডব চালায়।
বাণিজ্য প্রতিদিন/এম জি