Top

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানে জরিমানা

০৭ এপ্রিল, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানে জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৩টি দোকানে জরিমানা করেন। দোকানগুলো হলো- পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানা, পৌর শহরের বন্দরে মুদি দোকান দুলাল স্টোর ও সনজিত স্টোর।

বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী। এ সময় সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন।

পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে খোলা লবন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে ৪৩ ধারা লঙ্ঘন করায় কারখানা মালিক আলেফ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া পৌরশহরের মুদি দোকান দুলাল স্টোরের মালিক সুশান্ত সাহাকে ১০ হাজার টাকা ও সনজিত স্টোরের মালিক সনজিত  মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের এ জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী।

শেয়ার