Top

খানসামায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

০৭ এপ্রিল, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
খানসামায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এ.টি.এম. সুজাউদ্দিন লুহিন শাহ। পরিদর্শন কালে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেন এবং লেখা পড়ার খোঁজ খবর নেন। দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শনের পাশাপাশি শিক্ষক- শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যেমন আমাদের জন্মদাতা মাকে ভক্তি, শ্রদ্ধা করি ও ভালোবাসি, তার প্রতি দায়িত্ব পালন করি। একই ভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে। তারপরই শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব তাই বড় লোক নয়, ভাল মানুষ হওয়ার স্বপ্ন দেখো।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দান, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে৷

ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.টি.এম.সুজাউদ্দিন লুহিন শাহ শিক্ষকদের উদ্দেশে বলেন, সবার দায়িত্বশীলতা থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে কাজ করতে হবে। পরিশেষে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর কার্যক্রম সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

শেয়ার