‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে মানুষের কল্যাণে মানুষ সংগঠনের উদ্যোগে একশতাধিক অসহায় বয়স্কনারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি, মানুষের কল্যাণে মানুষ সংগঠনের সভাপতি পারুল মাহাবুব খান, সহসভাপতি অনিক রহমান বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন নাফিসা তাবাসসুম খান, সাদমান সাকিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।