এক দৃষ্টি প্রতিবন্ধিকে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদর দপ্তরের সদস্যরা। উদ্ধার করা হয়েছে অপহৃত দৃষ্টি প্রতিবন্ধিকে।
শুক্রবার দুপুরে রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহামেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রোকোনা জেলার দৃষ্টি প্রতিবন্ধী ঠিকাদার ফরহাদ মিয়ার সাথে পরিচয় হয় একই জেলার মাহাবুবের সাথে। পঞ্চগড়ে ধান কাটার মেশিন ভাড়া নেওয়ার জন্য ৫০ হাজার টাকাসহ ৩রা মার্চ মাহাবুবকে সাথে নিয়ে তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়।
কাজ শেষে গত ৪ঠা মার্চ পঞ্চগড় হতে নিজ বাসার উদ্দেশ্যে যাত্র করলে সন্ধ্যায় রংপুর নগরীর মর্ডাণ মোড়ে তারা দুই জন এক সাথে ইফতার করে। তারাবীর নামাজের পর ঠিকাদার ফরহাদের মোবাইল ফোন থেকে তার বাবার বাবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা ৬ লক্ষ টাকা দাবী করে।
টাকা না দিলে ফরহাদকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। এঘটনায় ফরহাদের ভাই র্যাব-১৩ রংপুর সদর দপ্তরে যোগাযোগ করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার নগরীর মর্ডাণ মোড় হতে অপহৃত দৃষ্টি প্রতিবন্ধি ঠিকাদার ফরহাদ মিয়াকে উদ্ধারসহ অপহরণকারী মাহাবুব, রুবেল, মোনায়েম ও মুন্নাকে গ্রেফতার করে। মাহাবুব ছাড়া বাকি তিন জনের বাড়ি রংপুরে।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাহবুব জানান, আগে থেকেই সে অপহরনের পরিকল্পনা করে রেখেছিল। ফরহাদ দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় এই সুযোগ কাজে লাগায় অপহরণকারীদের বিরুদ্ধে নগরীর তাজহাট থানায় মামলা হয়েছে।