Top

সিরাজগঞ্জে মসজিদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

০৮ এপ্রিল, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মসজিদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটির চর গ্রামে মসজিদ পরিষ্কার করতে গিয়ে মোঃ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্র শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সিয়াম ওই গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের
পরিত্যক্ত তারে জড়িয়ে আহত হয় সিয়াম। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জুম্মার নামোজের পর ওই মসজিদের মাঠে জানাজা শেষে স্থাণিয়
কবরস্থানে নিহত সিয়ামের দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার