রাজবাড়ীর কালুখালিতে গৃহবধুর জেসমিন আক্তার (২২) কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারী দের ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বিকাল ৪ টায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সেলটার মানবাধিকার সংগঠন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার এর সভাপতিত্বে কালুখালি বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে।
এ সময় বক্তারা বলেন, যৌতুকের দাবীতে এ হত্যা কান্ড অনুষ্ঠিত হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাসির দাবী করছি। যাতে করে এভাবে যৌতুকের জন্য কোন গৃহবধুকে কোন স্বামী অথবা স্বামীর পরিবার হত্যা করতে সাহস না পায়।
কালুখালি থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান বলেন, গৃহবধু জেসমিন আক্তারের স্বামী সেতু শেখ কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর স্বামী সেতু শেখের বাড়ি থেকে গৃহবধু জেসমিন আক্তারের মরাদেহ উদ্ধার করা হয়।
কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আবু বক্কার বিশ্বাস জামালের মেয়ে জেসমিন আক্তার।
ঘটনা সূত্রে জানা যায়, , ২ বছর আগে সেতুর সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেতু যৌতুকের দাবীতে জেসমিন আক্তার কে মারপিট করতো। গতমাসেও যৌতুকের দাবিতে ১ লক্ষ টাকা সেতু । তাতেও ওর মন ভরেনি। এ জন্য বুধবার সকালে সেতু শেখ ও তার বোন আকলিমা জেসমিন আক্তার কে পিটিয়ে হত্যা করে।