ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ফেনী শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া একটি মেমোতে দেখা যায় ওই ফার্মেসি থেকে কেনা জি-পেথিডিন নামে ইনজেকশনের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।
প্রকৃতপক্ষে ওই ইনজেকশনের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে ৩৪ টকার ৫০ পয়সা। ভোক্তার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।