Top

চট্টগ্রামের খলিফাপট্টিতে চলছে ফ্যাশনেবল পোশাক তৈরির উৎসব

১১ এপ্রিল, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামের খলিফাপট্টিতে চলছে ফ্যাশনেবল পোশাক তৈরির উৎসব
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

করোনা অতিমারির ধাক্কা সামলে আবারো ঘুরে দাঁড়াচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খলিফাপট্টি। ঈদ সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারখানার মালিক ও কারিগররা। খলিফাপট্টিতে রয়েছে পোশাক তৈরির তিনশ’রও বেশি কারখানা। দেশের নানা প্রান্ত থেকে এখানে পোশাক কিনতে আসেন গ্রাহকরা। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে স্থায়ীভাবে খলিফাপট্টি স্থাপনের জন্য সরকারের কাছে জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা।

টিস্যু ফ্রক, টিস্যু গ্রাউন, থ্রিপিস, স্কার্ট, ডিভাইডার, লেহেঙ্গা এবং নেটের উপর কাজ করা নজরকাড়া সব ডিজাইনের পোশাক তৈরি করা হয় খলিফাপট্টিতে। ঢাকার ইসলামপুর থেকে এসব কাপড় এনে বিভিন্ন ডিজাইন করেন এদের নিজস্ব কারিগর। এরপর এসব পোশাক ছড়িয়ে যায় নগরীর বিভিন্ন মার্কেটসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।

মূলত শবে বরাতের পর থেকে ঈদের আগ পর্যন্ত ব্যবসা চলে এখানে। এরমধ্যে ২৫ রমজান পর্যন্ত চলে পাইকারী ব্যবসা এবং ২৫ রমজানের পর ঈদের আগ পর্যন্ত চলে খুচরা বিক্রি। গত দু’বছর করোনার কারণে ঈদে তেমন কোনো ব্যবসা হয়নি এখানে। তবে এবছর আশার আলো দেখলেও এখনো ব্যবসা জমে উঠেনি। এতে এখনো হতাশ নয় ব্যবসায়ীরা, তারা আশাবাদী।

খলিফাপট্টির ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, করোনার আগে বিগত বছরগুলোতে শবে বরাতের পর থেকে বেচাকেনা শুরু হতো। কিন্তু আজ ৯ রমজান শেষ হলেও এখনো ব্যবসা জমে উঠেনি। ব্যবসায়ীরা জানান, খলিফাপট্টিতে দোকানদার কারখানা শ্রমিক মিলে প্রায় ১০ থেকে ১২ হাজারের মত লোকবল রয়েছে। প্রতি বছর রমজানের আগে থেকেই খলিফাপট্টির দর্জিরা বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত থাকতেন। খলিফাপট্টির জামান সাহেবের মার্কেট চৌধুরী মার্কেট এবং সমবায় মার্কেটসহ কয়েকটি ভবনে পোশাক তৈরির কারখানা রয়েছে। তবে দু’বছর করোনার জন্য তেমন ব্যবসা হয়নি। এখন করোনার প্রকোপ কাটিয়ে কিছুটা মুনাফার আশা করছেন ব্যবসায়ীরা।

৩০ বছর ধরে খলিফাপট্টিতে ব্যবসা করছেন লক্ষ্মীপুরের কফিল উদ্দিন। তার মালিকানাধীন ফারিহা ফ্যাশনে গিয়ে কথা হলে তিনি বলেন, ঢাকার ইসলামপুর থেকে চায়না টিস্যু কাপড় এনে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করা হয় এখানে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের চাহিদার উপর নির্ভর করে এসব পোশাক তৈরি করা হচ্ছে।

একাধিক কারিগরের সাথে আলাপকালে তারা জানান, ঢাকার ইসলামপুর থেকে চায়না কাপড় এনে এখানে পোশাক প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজগুলোর ডিজাইন দেখে কারিগররা একই ডিজাইনের পোশাক তৈরি করেন। এতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের চাহিদা মিটছে। এখানকার কারিগরি যেকোনো পোশাকের ডিজাইন একবার দেখতে অবিকল সেই পোশাক তৈরি করতে পারে। এখানে সবাই নিজেরাই ডিজাইনার, নিজেরাই কারিগর।

জানতে চাইলে খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, বড়দের ২শ-৩শ টাকা থেকে শুরু করে ২হাজার ৫শ-৩ হাজার টাকার পর্যন্ত কাপড় এখানে প্রস্তুত করা হয়। এছাড়া, নগরীর বিভিন্ন এলাকার মহিলারা এখান থেকে ড্রেন নিয়ে গিয়ে সেখানে ফুল, পাথর ইত্যাদি বসায়। নগরীর রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার ও নগরীর বিভিন্ন মার্কেট ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের টেকনাফ, মহেশখালীসহ বিভিন্ন উপজেলায় খলিফাপট্টির কাপড়ের বিশেষ চাহিদা রয়েছে।

উল্লেখ্য, ১৯৪৭-এর দেশ ভাগের পর আইয়ুব আলী সওদাগর নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক দর্জি নগরীর ঘাটফরহাদবেগের এই এলাকায় ব্যবসা শুরু করেন। এরপর ধীরে ধীরে ব্যবসা প্রসারিত হয়ে এলাকাটি পরিচিত হয় খলিফাপট্টি নামে।

শেয়ার