Top

চিংড়িতে বিষাক্ত জেলি: কোম্পানীগঞ্জে মাছ বিক্রেতার অর্থদণ্ড

১১ এপ্রিল, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
চিংড়িতে বিষাক্ত জেলি: কোম্পানীগঞ্জে মাছ বিক্রেতার অর্থদণ্ড
এ.এস.এম.নাসিম, নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বসুরহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আল আমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান সুত্র জানা যায়, চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী মাছ ব্যাবসায়ী সাহাব উদ্দিনকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আল আমিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।

শেয়ার