Top

নববর্ষ পালনে সাদামাটা প্রস্ততি পুরান ঢাকার দোকানিদের

১২ এপ্রিল, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
নববর্ষ পালনে সাদামাটা প্রস্ততি পুরান ঢাকার দোকানিদের

দুয়ারে দাঁড়িয়ে বাংলা নববর্ষ। মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞায় গত দুই বছর বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন হয়নি। পুরান ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ও আড়তগুলোতে নেই পহেলা বৈশাখ ও হালখাতা উদযাপনের প্রস্তুতি। এবার নিষেধাজ্ঞা নেই তবুও পুরান ঢাকার বাজারগুলোয় নবর্ষের প্রস্ততি সাদামাটা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রতিবার এ দিনে ক্রেতা-বিক্রেতারা তাদের পুরোনো সব পাওনা চুকিয়ে মিষ্টি মুখ করেন। নতুন বছরকে স্বাগত জানিয়ে লাল কভারের হিসাব খাতায় শুরু হয় ক্রেতা-বিক্রেতার নতুন বছরের সম্পর্ক। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। বেচাকেনায় ভাটা ও রমজান থাকায় হালখাতা নিয়ে সাদামাটা প্রস্ততির আগ্রহ দোকানিদের।

পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতী বাজার, ফরাশগঞ্জ দেখা যায়, দোকানগুলোতে নেই নববর্ষের আমেজ। হালখাতা নিয়েও ভাবনা নেই দোকানিদের। তাঁতী বাজারের জুয়েলারি দোকানগুলো নিত্যদিনের বেচাকেনায় ব্যস্ত। কিছু দোকানীরা দোকানকে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। তবে সাজসজ্জায় মন নেই তাদের। এছাড়া দোকানে মঙ্গলঘট, সোলার ফুল, মালাসহ নানা উপহার সামগ্রী সাজানো থাকতো এবার সেই চিত্র দেখা যায়নি।

তাঁতী বাজারের অমিত জুয়েলার্সের স্বত্বাধিকারী অমিত রায় বলেন, গত দুই বছর করোনার কারণে নববর্ষ হয়নি। এবার নববর্ষ সরকারিভাবে বৃহস্পতিবার পালন করলেও আমরা করবো শুক্রবারে, সেদিন আমাদের হালখাতা চলবে। তবে এবার রোজার কারণে মানুষের আসা-যাওয়া কম। অন্যদিকে বেচাকেনাও কম হয়েছে। বেচাবিক্রি ভালো হলে হালখাতায় বাকি টাকা আসতো।

সম্রাট জুয়েলার্সের স্বত্বাধিকারী সম্রাট বলেন, করোনা থেকে সেরে ওঠার পর আশানুরূপ বেচাবিক্রি হয়নি। শুক্রবার হালখাতার আয়োজন থাকবে দোকানে। একমাস ধরে বাজারের একপাশে রাস্তা খোঁড়াখুঁড়িতে চলাচলে সমস্যা হচ্ছে। এখন রমজান আবার দিনটা শুক্রবার, মানুষজনও কম বের হবে এদিন।

এই দোকানি আরও জানান, আমাদের ধর্মীয় কারণে পহেলা বৈশাখ ও হালখাতা উদযাপন করবো। কিন্ত বেচাকেনার যে অবস্থা তাতে নামেমাত্র হালখাতার আয়োজন থাকবে।

তাঁতী বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ শরিফ বলেন, দুইবছর থেকে ব্যবসার অবস্থা মন্দা। কোভিডযুদ্ধ সবমিলিয়ে কোনোরকম টিকে আছে ব্যবসায়ীরা। আগে যেভাবে জাঁকজমকভাবে হালখাতা উদযাপন করতাম এবার সেভাবে হবেনা। আমরা নিজেরাও করতে পারছিনা। হিন্দুরা তাদের রীতি অনুযায়ী যাদের মন চায় তারা করবে।

অন্যদিকে এ বছর শাঁখারী বাজারে নববর্ষের কেনাকাটা নেই বললেই চলে। দোকানগুলোতে নববর্ষ ও হালখাতার তেমন কোনো সরঞ্জামের দেখা মেলেনি। দুই একটা দোকানে শখের হাঁড়ি, মুখোশ, মাটির পুতুল, সখিন পাখা, ডুগি-তবলা, পাখা, ঘুড়ি, বেহালা, এসো হে বৈশাখ, শুভ নববর্ষের কার্ডসহ নানান জিনিস দেখা গেছে।

শাঁখারী বাজারের মা-তারা ভাণ্ডারের স্বত্বাধিকারী পীজুষ রায় বলেন, এখন বিয়ের বেচাকেনাই বেশি চলছে। রমজান হওয়ায় পহেলা বৈশাখ ও হালখাতায় মানুষের মনোযোগ কম। তরুণ-তরুণীরা এসে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে। আর ব্যবসায়ীরা কিছু কেনাকাটা করছে দোকান সাজানোর জন্য।

এদিকে পুরান ঢাকার শ্যামবাজারের কয়েকটি আড়তদারের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার আগে যেভাবে উৎসব হয়েছে। এবার সেভাবে হবেনা। যে যার সুবিধামতো হালখাতার আয়োজন করবে, নতুন হিসাব শুরু করবে। মুসলিম দোকানীরা জানান, এবার রমজান থাকায় পহেলা বৈশাখের কোনো আয়োজন থাকবেনা। তবে টাকা তোলার জন্য হালখাতার আয়োজন করব।

তারা আরও জানান, একটা সময় এই শ্যাম বাজারের পহেলা বৈশাখের উৎসব উদযাপনে দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যেত সাজসজ্জাও ধোয়ামোছার কাজ। এখন আর সেই জৌলুশ নেই।

দুয়ারে দাঁড়িয়ে বাংলা নববর্ষ। মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞায় গত দুই বছর বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন হয়নি। পুরান ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ও আড়তগুলোতে নেই পহেলা বৈশাখ ও হালখাতা উদযাপনের প্রস্তুতি। এবার নিষেধাজ্ঞা নেই তবুও পুরান ঢাকার বাজারগুলোয় নবর্ষের প্রস্ততি সাদামাটা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রতিবার এ দিনে ক্রেতা-বিক্রেতারা তাদের পুরোনো সব পাওনা চুকিয়ে মিষ্টি মুখ করেন। নতুন বছরকে স্বাগত জানিয়ে লাল কভারের হিসাব খাতায় শুরু হয় ক্রেতা-বিক্রেতার নতুন বছরের সম্পর্ক। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। বেচাকেনায় ভাটা ও রমজান থাকায় হালখাতা নিয়ে সাদামাটা প্রস্ততির আগ্রহ দোকানিদের।

পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতী বাজার, ফরাশগঞ্জ দেখা যায়, দোকানগুলোতে নেই নববর্ষের আমেজ। হালখাতা নিয়েও ভাবনা নেই দোকানিদের। তাঁতী বাজারের জুয়েলারি দোকানগুলো নিত্যদিনের বেচাকেনায় ব্যস্ত। কিছু দোকানীরা দোকানকে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। তবে সাজসজ্জায় মন নেই তাদের। এছাড়া দোকানে মঙ্গলঘট, সোলার ফুল, মালাসহ নানা উপহার সামগ্রী সাজানো থাকতো এবার সেই চিত্র দেখা যায়নি।

তাঁতী বাজারের অমিত জুয়েলার্সের স্বত্বাধিকারী অমিত রায় জাগো নিউজকে বলেন, গত দুই বছর করোনার কারণে নববর্ষ হয়নি। এবার নববর্ষ সরকারিভাবে বৃহস্পতিবার পালন করলেও আমরা করবো শুক্রবারে, সেদিন আমাদের হালখাতা চলবে। তবে এবার রোজার কারণে মানুষের আসা-যাওয়া কম। অন্যদিকে বেচাকেনাও কম হয়েছে। বেচাবিক্রি ভালো হলে হালখাতায় বাকি টাকা আসতো।

সম্রাট জুয়েলার্সের স্বত্বাধিকারী সম্রাট বলেন, করোনা থেকে সেরে ওঠার পর আশানুরূপ বেচাবিক্রি হয়নি। শুক্রবার হালখাতার আয়োজন থাকবে দোকানে। একমাস ধরে বাজারের একপাশে রাস্তা খোঁড়াখুঁড়িতে চলাচলে সমস্যা হচ্ছে। এখন রমজান আবার দিনটা শুক্রবার, মানুষজনও কম বের হবে এদিন।

এই দোকানি আরও জানান, আমাদের ধর্মীয় কারণে পহেলা বৈশাখ ও হালখাতা উদযাপন করবো। কিন্ত বেচাকেনার যে অবস্থা তাতে নামেমাত্র হালখাতার আয়োজন থাকবে।

তাঁতী বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ শরিফ বলেন, দুইবছর থেকে ব্যবসার অবস্থা মন্দা। কোভিডযুদ্ধ সবমিলিয়ে কোনোরকম টিকে আছে ব্যবসায়ীরা। আগে যেভাবে জাঁকজমকভাবে হালখাতা উদযাপন করতাম এবার সেভাবে হবেনা। আমরা নিজেরাও করতে পারছিনা। হিন্দুরা তাদের রীতি অনুযায়ী যাদের মন চায় তারা করবে।

অন্যদিকে এ বছর শাঁখারী বাজারে নববর্ষের কেনাকাটা নেই বললেই চলে। দোকানগুলোতে নববর্ষ ও হালখাতার তেমন কোনো সরঞ্জামের দেখা মেলেনি। দুই একটা দোকানে শখের হাঁড়ি, মুখোশ, মাটির পুতুল, সখিন পাখা, ডুগি-তবলা, পাখা, ঘুড়ি, বেহালা, এসো হে বৈশাখ, শুভ নববর্ষের কার্ডসহ নানান জিনিস দেখা গেছে।

শাঁখারী বাজারের মা-তারা ভাণ্ডারের স্বত্বাধিকারী পীজুষ রায় বলেন, এখন বিয়ের বেচাকেনাই বেশি চলছে। রমজান হওয়ায় পহেলা বৈশাখ ও হালখাতায় মানুষের মনোযোগ কম। তরুণ-তরুণীরা এসে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে। আর ব্যবসায়ীরা কিছু কেনাকাটা করছে দোকান সাজানোর জন্য।

এদিকে পুরান ঢাকার শ্যামবাজারের কয়েকটি আড়তদারের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার আগে যেভাবে উৎসব হয়েছে। এবার সেভাবে হবেনা। যে যার সুবিধামতো হালখাতার আয়োজন করবে, নতুন হিসাব শুরু করবে। মুসলিম দোকানীরা জানান, এবার রমজান থাকায় পহেলা বৈশাখের কোনো আয়োজন থাকবেনা। তবে টাকা তোলার জন্য হালখাতার আয়োজন করব।

তারা আরও জানান, একটা সময় এই শ্যাম বাজারের পহেলা বৈশাখের উৎসব উদযাপনে দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যেত সাজসজ্জাও ধোয়ামোছার কাজ। এখন আর সেই জৌলুশ নেই।

শেয়ার