আইকিউ এয়ার সূচকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ৭৮৪ আইকিউ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। এ সময় ১৫৮ স্কোর নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কয়েক দিন ধরেই ভয়াবহ দূষিত বাতাস বিরাজ করছে লহোরে। গত সপ্তাহে বেশ কয়েক দিন আইকিউ সূচকে হাজারের বেশি স্কোর উঠেছে শহরটিতে। এরই মধ্যে সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। সেখানে বাতাসের স্কোর ৪৩৩।
থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে