Top

জয়পুরহাটে দশ তরমুজ ব্যবসায়ীর জড়িমানা

১৭ এপ্রিল, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ
জয়পুরহাটে দশ তরমুজ ব্যবসায়ীর জড়িমানা
জয়পুরহাট প্রতিনিধি :

কেজি দরে মৌসুমী ফল তরমুজ বিক্রির দায়ে জয়পুরহাটে ১০ জন তরমুজ ব্যাবসায়ীকে জড়িমানা করা হয়েছে।

শনিবার বিকেলে র‍্যাব- ৫ এর কোম্পানি কমান্ডার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে শহরের পাঁচুর মোড়,মাছুয়া বাজার ও বাটারমোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জড়িমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, কিছু কিছু তরমুজ ব্যবসায়ীরা পিচ ভাবে তরমুজ কিনে নিয়ে এসে তারা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করছে। এই অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এ মৌসুমী ফল কেনা সম্ভব হচ্ছে না।

র‍্যাব- ৫ এর কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, ব্যবসায়ীরা যেন তরমুজের দাম বেশি না রাখে সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার