Top

ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে আইডিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

২০ এপ্রিল, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে আইডিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা৷

বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে আসে৷ এ সময় ‘ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

পরেবিক্ষোভর্থীরা প্রধান ফটক থেকে সরে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল নিয়ে প্রবেশ করে বিক্ষোভ শুরু করে৷

এদিকে সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর ওই সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পরিস্থিতি অনেকাংশেই শিথিল হওয়ায় দোকান খোলার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার দিনভর নিউমার্কেটসহ আশপাশের এলাকার সব সড়ক অবরুদ্ধ থাকার পর বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। আগের দিন সন্ধ্যার পর ছোট ও মাঝারি যানবাহন চলাচল শুরু হলেও আজ সকাল থেকেই রাস্তায় নেমেছে গণপরিবহনসহ অন্য ভারি যানবাহন।

তবে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীরা অবস্থান করলেও বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়কে দেখা যায়নি৷

 

শেয়ার