Top

মাগুরার শ্রীপুরে গৃহবধুর আত্মহত্যা

২০ এপ্রিল, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে গৃহবধুর আত্মহত্যা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে মীম খাতুন (১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে । সে ওই গ্রামের আঃ ছালাম শেখের কন্যা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুখদেব রায় জানান,গত দু’বছর পূর্বে মাগুরা নোটারী পাবলিক এফিডেভিডের মাধ্যমে আমলসার গ্রামের রফিকুল ইসলাম এর পুত্র জিন্নাত হোসেন (২২) ও একই গ্রামের প্রতিবেশী আঃ ছালাম শেখের স্কুল পড়ুয়া কন্যা মীম খাতুন বিবাহ হয়। বিবাহের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল । পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিবার দুটির মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছি । এভাবে দুটি বছর অতিক্রম হতে না হতেই দাম্পত্য জীবনে মীম ও জিন্নাত এর মধ্যেও ছোট-খাট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত । একপর্যায়ে সোমবার সকালে কোন একটি বিষয় নিয়ে গৃহবধূ মীম এর সাথে স্বামী জিন্নাতের মতবিরোধ হয় । মতবিরোধের সূত্রধরে ওইদিন দুপুর দুইটার দিকে গৃহবধূ মীম সবার অজান্তে ঘরের মধ্যে গিয়ে বিষপান করে। বিষপানের পরপরই প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয় । পরে তার অবস্থার আরোও অবনতি ঘটলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এখানে চিকিৎসারত থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয় ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হচ্ছেনা তবে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশটিকে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্তের চুড়ান্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার