Top

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২ আগস্ট, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় তেলিপুকুর গ্রামে আজ দুপুর ১ টার সময় পুকুরের পানিতে ডুবে মাসুরা নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম জানান, ১২ আগষ্ট দুপুরে মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুরা তেলিপুকুর গ্রামের রকিব মোল্ল্যার মেয়ে।

দুপুর বেলায় সবার অজান্তে খেলা করতে যেয়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে বাড়ীর সবাই খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়া। তাকে মহম্মদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিপি/এএস

শেয়ার