Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রোনালদোর রেকর্ডের রাতে জুভেন্টাসের জয়

১১ জানুয়ারি, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
রোনালদোর রেকর্ডের রাতে জুভেন্টাসের জয়
স্পোর্টস ডেস্ক :

ইতালিয়ান সিরি আ’তে সুসোলোর বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়েছে তখন। সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তখনও যে ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস রচনা করার বাকি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের মাথায় দানিলো পাস থেকে পেনাল্টি অঞ্চল থেকে মাটি ঘেষা শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। আর তাতেই ইতিহাসের পাতাতে নতুন করে লেখা হলো তাঁর নাম। ১৯৫১ সালে অবসর নেওয়া জোসেফ বিকনের করা সর্বোচ্চ ৭৫৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এর আগে ইতালির অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ৪ জানুয়ারি উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের তখন ৩১ মিনিট চলছে। জুভে মিডফিল্ডার অ্যারন রামসের বাড়ানো বল ডি বক্সের ভেতর পেয়ে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান রোনালদো। এদিন কিংবদন্তি পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস রচনা করেছেন পর্তুগিজ এই মহাতারকা।

তবে এখনই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যাননি রোনালদো। কেননা পেলের থেকে দুই গোল বেশি নিয়ে জোসেফ বিকন তখনও শীর্ষে অবস্থান করছিলেন। বিকন অস্ট্রিয়ান-চেক স্ট্রাইকার ছিলেন। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৭৫৯ গোল করে শীর্ষস্থান প্রায় ৭০ বছর তিনিই দখলে রেখেছিলেন। তাঁর পরে ৭৫৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

উদিনেসের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে গোল করে পেলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। আর ম্যচের ৭০ মিনিটে আরও একবার স্কোরশিটে নাম লিখিয়ে এককভাবে বনে যান ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর গোল সংখ্যা ওইদিন থামে ৭৫৮’তে। এর ভেতর ক্লাব ফুটবল থেকে ৬৫৬ গোল করেছেন রোনালদো। আর জাতীয় দলের জার্সিতে ১০২টি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর।

তবে রোনালদো অপেক্ষা বাড়িয়ে দেন এসি মিলানের সঙ্গে জয়ের রাতেও কোনো গোল না পাওয়ায়। তবে অবশেষে সুসোলোর বিপক্ষে গোল করে রেকর্ড ছুঁয়েছেন তিনি।

স্প্যানিশ দৈনিক ওয়ানডা সেরো, এএস এবং ইএসপিএন’র সংবাদদাতা এবং ফুটবল রেকর্ড সংগ্রাহক অ্যালেক্সিসের তথ্য অনুযায়ী জোসেপ বিকন ৭৫৯টি গোল করে শীর্ষে। সদ্য ইতিহাস গড়া রোনালদো ৭৫৯টি গোল করেছেন ১০৩৭টি ম্যাচ খেলে। যেখানে পেলে তাঁর ৭৫৭টি গোল করেছেন ৮১৫টি ম্যাচে। এছাড়াও স্প্যানিশ দৈনিক মার্কাও নিশ্চিত করেছে ৭৫৯ গোল করে রোনালদো সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন।

রোনালদোর ইতিহাস গড়ার রাতে সুসোলোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসছে জুভেন্টাস। যদিও জুভেদের উপরে থাকা বাকি তিন দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।

শেয়ার