Top

কমলাপুর স্টেশনের ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

২৩ এপ্রিল, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
কমলাপুর স্টেশনের ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিজ কক্ষ থেকে স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ দিকে এ ঘটনা ঘটে।

তবে তার মোবাইল-মানিব্যাগ চুরির ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ঘটনাটি পরিকল্পিত কি না তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিফ্রিংয়ের শেষের দিকে সাদা পাঞ্জাবি পরা একজন ব্যক্তি ম্যানেজারের বাম পাশ থেকে ডান পাশে যান। ওই পাশেই রাখা ছিল স্টেশন ব্যবস্থাপকের মোবাইল ও মানিব্যাগ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্টেশন ম্যানেজার মোবাইল খুঁজতে গিয়ে দেখেন সেটি নেই। পরে সম্মেলন কক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে থেকে দেখা যায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই পাঞ্জাবি পরা ব্যক্তি দুটি মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।

স্টেশন ব্যবস্থাপকের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা পরিকল্পিত কি না তা নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিমত, স্টেশন ব্যবস্থাপক নিজেই হয়ত এ ঘটনা ঘটিয়েছেন, কারণ আগামী কয়েকদিন তো ট্রেনের শিডিউল বিপর্যয়, অগ্রিম টিকিট পাওয়া নিয়ে নানা ভোগান্তির অভিযোগ আসবে। এছাড়া নানা সুবিধার জন্য মানুষ তাকে ফোন দিতে পারেন। এসব ঘটনা থেকে বাঁচতে হয়ত পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। না হয় কীভাবে এত সাংবাদিক ও ক্যামেরার সামনে এ ঘটনা ঘটানোর সাহস পেল।

এ বিষয়ে জানতে চাইলে মাসুদ সারওয়ার বলেন, এটা অবান্তর অভিযোগ। কেউ নিজের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটাতে পারে কি না আপনারাই বলেন।

মাসুদ জানান, মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা এবং মূল্যবান কিছু ডকুমেন্ট ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই ঘটনায় কি প্রমাণিত হয় স্টেশনে সব সময় চোরদের আনাগোনা রয়েছে— এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন, তা তো কিছুটা প্রমাণিত হয়। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শেয়ার