Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সড়ক নির্মাণে আর বাধা নেই : বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত

২৩ এপ্রিল, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
সড়ক নির্মাণে আর বাধা নেই : বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম প্রতিনিধি :

প্রায় দেড় বছর পূর্বে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি সড়ক নির্মাণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাধা দেয়ায় তখন সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অসমাপ্ত কাজ পুনরায় কাজ শুরু করার লক্ষে গত বুধবার চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবি-বিএসএফ ওই সড়ক পরিদর্শন, বৈঠক ও চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওইদিন বেলা এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগরের ৮নং ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায় বন বিভাগের কার্যালয়ে বৈঠক ও চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, বিএসএফের আপত্তির মুখে গত দেড় বছর ধরে করেরহাট ইউনিয়নের অলিনগরের একটি সড়কের নির্মাণ কাজ বন্ধ ছিল। জটিলতা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ এর সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক করেও কোন সমাধান মেলেনি। এতে সড়ক ব্যবহারকারী মানুষের ভোগান্তির অন্ত ছিলো না। এখন সড়কের কাজ করতে বাঁধা না থাকায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০১/৪-আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব অলিনগর ফরেস্ট টিলা নামক স্থানে মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফরেস্ট অফিস পর্যন্ত (ফেনী নদী সংলগ্ন) সড়কের সংস্কার কাজ নিয়ে বিএসএফ আপত্তি করায় দীর্ঘদিন যাবৎ এই সড়কের সংস্কার কাজ বন্ধ থাকে।

বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে মেইল ও চিঠি দিয়ে অবহিত করা হলে অবশেষে সম্মত হয়ে বুধবার (২০ এপ্রিল) বিজিবি-বিএসএফ যৌথভাবে সরেজমিন পরিদর্শন করে এবং উক্ত সড়কের সংস্কার কাজের বিষয়ে একাত্মতা পোষণ করে চুক্তিতে স্বাক্ষর করে।

মিরসরাই উপজেলা প্রকৌশল অফিস জানায়, সড়কটির দৈর্ঘ্য ১ হাজার মিটার। ২০২০ সালের নভেম্বর মাসে এ সড়কে ব্রিক সলিং টেন্ডার প্রক্রিয়া শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এ সড়কের ৫শ মিটার কাজ শেষ হওয়ার পর হঠাৎ নোম্যান্স ল্যান্ড আখ্যা দিয়ে সড়ক নির্মাণে বাধা দেয় বিএসএফ।

পরে বিষয়টি সমাধানে একাধিকবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করলেও তা আজও সুরাহা হয়নি। গত ২০ এপ্রিল বিজিবি-বিএসএসফ বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর সড়কের কাজে আর কোন বাঁধা নেই।

করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে অলিনগর খন্দকার ওবায়েদুর রহমান নামের এ সড়কে বাংলাদেশী লোকজন যাতায়াত করে আসছে। এ সড়কে যাতায়াত করতে না পারলে বিজিবিও তাদের নিয়মিত রুটিন টহল ঠিক রাখতে পারবে না।

এর আগে বিএসএফ সড়কটি সম্পর্কে এ ধরণের কোন বাধা দেয়নি। হঠাৎ তারা কেন বাধা দিচ্ছে স্থানীয়দের তা জানা নেই। এতো কাজ না হওয়ায় সড়ক নিয়ে আমাদের দুর্ভোগের শেষ ছিলো না।

স্থানীয় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। অলিনগর সহ কয়েকটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। নির্মাণ কাজ বন্ধ থাকার দরুণ মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হয়েছে। অবশেষে সড়কের কাজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে শুনেছি। এখন আর কাজ করতে সমস্যা হবে না।

ওইদিন বুধবার (২০ এপ্রিল) সরেজমিন সড়ক পরিদর্শনে ৬ সদস্যের বিজিবি দলের প্রতিনিধিত্ব করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর মোঃ জাকির হোসেন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং ০৬ সদস্যের বিএসএফ দলের প্রতিনিধিত্ব করেন বিএসএফ’র ১০৯ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী একলিস কুমার তিওয়ারী। উভয় পক্ষ সড়ক সংস্কার কাজ আরম্ভ করার ব্যাপারে একমত পোষণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিদর্শন সম্পন্ন হয়। এসময় অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার জুলফিকার আহমেদ সহ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার