Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার, আটক ৩

২৭ নভেম্বর, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ
অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।  উদ্ধারকৃতরা হলেন- উখিয়ার বালুখালির আবুল বাশেরের ছেলে সামসু (৫০) ও একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে আনিসুল আলম (২৮)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি বলেন, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিমে মাঠপাড়া রাস্তার মাথা সড়ক থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী দুইজন রোহিঙ্গাকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। পরে মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদে খবর আসে অপহৃত দুই ভিকটিমসহ অপহরণকারীরা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পাহাড়ে অবস্থান করছেন।

এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ থানার এসআই সনজীব কুমার পাল ও এসআই ননী বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ অপহকারী ওই এলাকার সাইফুল ইসলাম, মরিয়ম বেগম ও নছিমা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কবল থেকে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অন্যান্য আরও কিছু অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এনজে

শেয়ার