ঢাকা কলেজের বিভিন্ন কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে রাত সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।
সব মিলিয়ে ৫০ জন চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তারা। ধাপে ধাপে বাকি স্টাফদের মাঝেও বিতরণ করবেন এবং বেশি শীত পড়লে অসহায়-দুঃস্থ শিক্ষার্থীদের তালিকা করে শীতবস্ত্র দিবে বলে জানান ঢাকা কলেজ ছাত্রশিবির।
উপহার বিতরণ শেষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণ মূলক এবং জনকল্যাণমুখী কাজের সাথে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে ৪র্থ শ্রেণির কর্মচারী (মামাদের) মাঝে শীতবস্ত্র উপহার কর্মসূচি পালন করা হয়। মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার শত প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হক মানিক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশেষ ভাবে ঢাকা কলেজ শাখার উদ্যোগ সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের কলেজের আশেপাশে কোন কর্মচারী শীতে কষ্ট না করে। আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমাদের সকলের উচিৎ সামর্থ্যের আলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানো।
এনজে