Top

দিনে ঘরমুখো যাত্রীর চাপ নেই গাবতলীতে

২৩ এপ্রিল, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
দিনে ঘরমুখো যাত্রীর চাপ নেই গাবতলীতে

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে প্রতিবারই ব্যস্ততম নগরী ঢাকা ছেড়ে বাড়ি ফেরার তাড়া লক্ষ্য করা যায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। আজ (শনিবার) ২১ রমজান চলছে। ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। তবে গাবতলী বাস টার্মিনালে রাতের তুলনায় দিনে যাত্রীর চাপ নেই।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখন প্রায় সব বাস কাউন্টারেই মিলছে অগ্রিম টিকিট। সোমবার (২৫ এপ্রিল) পর্যন্ত চলতি যাত্রার টিকিট বিক্রি করছে বাস কর্তৃপক্ষগুলো।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, প্রায় প্রত্যেকটি কাউন্টারই ফাঁকা। চাপ নেই কাউন্টারগুলোতে। অধিকাংশ বাসের সব আসনের যাত্রী মিলছে না বলেও আক্ষেপ কাউন্টারের টিকিট বিক্রেতাদের।

গাবতলী বাস টার্মিনালে মূলত ঈদযাত্রাকে ঘিরেই মূল প্রস্তুতি চলছে। আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) থেকে চাপ বাড়বে ধারণা করেই যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতিও লক্ষ্য করা গেছে কাউন্টারগুলোতে। ঈদযাত্রার জন্য টার্মিনালের পেছনের অংশে সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা হয়েছে দূরপাল্লার বাস। অনেক বাসে মেরামত ও ধোয়া-মোছার কাজ চলছে।

খুলনা রুটের দ্রুতি পরিবহনের গাবতলী টার্মিনালের কাউন্টার মাস্টার নজরুল ইসলাম বলেন, আমাদের অধিকাংশ বাসই ৫২ সিটের। দুপুরে দুই ঘণ্টা বিরতিতে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে দুটি বাস। কিন্তু এখন পর্যন্ত ২০ জনের মতো করে যাত্রী পাওয়া গেছে। যাত্রী এলেই বাস ছাড়া হবে। এখানে যখন যাত্রী তখনই টিকিট মিলছে।

গোপালগঞ্জ রুটের দিগন্ত পরিবহনের কাউন্টার ম্যানেজার সৈয়দ মো. ইসলাম বলেন, চলতি যাত্রায় যাত্রী কম। রাতের তুলনায় দিনে আরও কম যাত্রী। ঈদের চাপ এখনো দৃশ্যমান নয়। ৪০ সিটের বাসে ২০/২২ করে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

গাবতলীতে গোপালগঞ্জ কোটালিপাড়া রুটের স্টারলাইন বাস কাউন্টারে টিকিট কাটতে এসেছে স্কুলছাত্র সুজন। সে জানায়, মামার জন্য টিকিট কিনতে আসছি। বিকেলে মামা বাড়ি যাবেন। আমরা যাব ২৯ এপ্রিল।

সাতক্ষীরা রুটের ঈগল পরিবহনের যাত্রী আনসারুল ইসলাম বলেন, স্ত্রী অসুস্থ ছিল। সেজন্য ঢাকায় আসা। দীর্ঘ সময় দগ্ধ হাত-পা নিয়ে ঢাকায় অসুস্থ অবস্থায় স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কাটালাম। এখন বেশ সুস্থ। রিলিজ দিয়েছে সকালেই। ঈদের আগে হাসপাতাল থেকে ছাড়া পাব ভাবিনি। ঈদটা অন্তত সন্তানদের সঙ্গে করতে পারব, এটা ভেবেই ভাল লাগছে।

বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, চলতি যাত্রায় যাত্রীর চাপ বুঝে কাউন্টারগুলোতে সার্বিক প্রস্তুতি রাখতে বলা হয়েছে। কাউন্টারে দিনে চাপ নেই। রাতে যাত্রীর চাপ বাড়ে। তবে ঈদযাত্রার চাপ শুরু হয়নি।

শেয়ার