Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

রমজান উপলক্ষে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

২৩ এপ্রিল, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
রমজান উপলক্ষে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান উপলক্ষে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীর দুস্থ, অসহায় পরিবারে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এসময় অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজহ নগদ অর্থসহায়তা দেওয়া হয়।

শনিবার (২৩, এপ্রিল ২০২২) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুরে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

এসময় স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের, মাওলানা ইব্রাহীম খলিল, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডা: মো: ইউনুস মিয়ার মতো সমাজ সেবায় একালার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।

শেয়ার