“কৃষিই সমৃদ্ধি” চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় সাম্প্রতিক বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী জাতের বীজ ও সার এবং বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত।
উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইউনুছ পাটোয়ারী, মোঃ ইসহাক খন্দকার, মোঃ শাফায়েত হোসেন, মোঃ মকবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানায় কৃষিবান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো ধানে (হাইব্রিড জাত) বীজ, সার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ও উফশী জাত ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট উপকারভোগী কৃষক সংখ্যা হাইব্রিড উপকারভোগী ও উফশী উপকারভোগী মোট ৯ হাজার ৮শ জন। প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য নিম্নোক্তহারে যে কোন একটি ফসলের জন্য বীজ ও সার সহায়তা হিসাবে পাবেন। হাইব্রিড ধান বীজ প্রতি জন ২কেজি এবং উফশী ধান বীজ প্রতিজন ৫কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন।
এনজে