Top

সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

১৯ নভেম্বর, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এম মেজবা উদ্দিন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ পারভেজ মাসুদের সভাপতিত্ত্বে এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও যুবদলনেতা দইয়াছিন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন – সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুব্রত দাস, এলাবাসীর পক্ষে শাহ আলম সরকার মানিক, আবুল বাশার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মজুমদার, আবদুল কাদের মাস্টার,সাইফুল ইসলাম বাবু,হুমায়ুন কবির বাবুল, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান সরকার,শিক্ষার্থী দূরন্ত।

আলোচনা সভার পূর্বে গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক, শিকার্থী, প্রাক্তন ছাত্র ও তীতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেনসহ অন্যান্যরা।

এম জি

শেয়ার