Top

টিকিট পেতে দেরি হচ্ছে এনআইডির কারণে 

২৪ এপ্রিল, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
টিকিট পেতে দেরি হচ্ছে এনআইডির কারণে 

ট্রেনের টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হয় কাউন্টারে। এতে টিকিট পেতে কিছুটা দেরি হচ্ছে বলে জানান কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

রোববার (২৪ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

মাসুদ সারওয়ার বলেন, এবারই প্রথম জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। তাই ধীরগতি হচ্ছে কিছুটা। তারপরও আমরা চেষ্টা করছি যাত্রীরা যেন টিকিট পান।

সকাল ৮টা থেকে অনলাইন এবং কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয় বলে জানান তিনি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) চলছে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি কার্যক্রম। ফলে এদিন ভিড় থেকেই মানুষ লাইনে দাঁড়ায়। আবার অনেকে রাত থেকেই দাঁড়ান।

শেয়ার