Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৪ এপ্রিল, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
নোয়াখালীতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও সনেট ওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় “স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি : বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার নোয়াখালীর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি’র(এফপিএবি) সভাকক্ষে আয়োজিত বহুমাত্রিক অংশীজনদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি অংশনেন।

সেমিনারে চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল,সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. নাইমা নুসরাত জাবীন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজির তারেক, এশিয়া ফাউন্ডেশনের সাউথ এশিয়া গভর্নেন্স প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার আসিনুর রহমান।

স্বাস্থ্য খাতের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে স্বাস্থ্যসেবাকে কীভাবে আরও সহজলভ্য করা যায় সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেমিনারে।

শেয়ার