Top
সর্বশেষ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত নাইমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ

পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে বালি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু

২৫ এপ্রিল, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে বালি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
রোববার (২৪ এপ্রিল) জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকার করতোয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
তার বাড়ি জেলার তেঁতুলিয়ায় উপজেলার দেবনগড় ইউনিয়নের  ভুট্টোজোত এলাকায়। সে ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো পাথর শ্রমিকদের নিয়ে সকিরুল করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান। নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এসময় বালির চাপায় পড়েন তাঁরা। হান্নান কোন রকমে প্রাণে বাঁচলেও বালিতে চাপায় ঘটনাস্থলেই মারা যান সকিরুল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকিরুলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বালি চাপায় এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার