পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
রোববার (২৪ এপ্রিল) জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকার করতোয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
তার বাড়ি জেলার তেঁতুলিয়ায় উপজেলার দেবনগড় ইউনিয়নের ভুট্টোজোত এলাকায়। সে ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো পাথর শ্রমিকদের নিয়ে সকিরুল করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান। নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এসময় বালির চাপায় পড়েন তাঁরা। হান্নান কোন রকমে প্রাণে বাঁচলেও বালিতে চাপায় ঘটনাস্থলেই মারা যান সকিরুল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকিরুলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বালি চাপায় এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।