Top

প্রচন্ড শীতে গরম কাপড়ের খোঁজে ফুটপাতে মানুষের ভিড়

০৩ জানুয়ারি, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
প্রচন্ড শীতে গরম কাপড়ের খোঁজে ফুটপাতে মানুষের ভিড়
ওবাইদুল ইসলাম, ঢাকা কলেজ প্রতিনিধি  :

বেশ কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা। সাথে বইছে হিম শীতল হাওয়া। হালকা উষ্ণতার জন্য গরম পোশাক কিনতে ছুটছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। দিনভর রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ফুটপাতে ক্রেতার ভিড় লেগেই আছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানগুলো জমজমাট হয়ে  উঠেছে শীতের পোশাক বিক্রিতে। ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী বিভিন্ন দামে মিলছে শীতের বাহারি নানা পোশাক।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, চন্দ্রিমা মার্কেট, চাঁদনী চক শপিং কমপ্লেক্স, নূর জাহান মার্কেট , নিউমার্কেট এবং ঢাকা কলেজের রাস্তার দু’পাশের ফুটপাতে শীতের কাপড়-চোপড় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এ সময় হকারদের বলতে শোনা যায়, “দেইখ্যা লন বাইছা লন, এক দাম ৩০০।” কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, শীতে নতুন কাপড়-চোপড় কিনতেই তারা নিউমার্কেটে এসেছেন। স্বল্প মূল্যে আরামদায়কভাবে কেনাকাটা করা যাচ্ছে।

পুরুষদের হুডি, জ্যাকেট, ফুলহাতা টি-শার্ট কেনার প্রবণতা বেশি দেখা গেছে। মেয়েরা ব্যস্ত সোয়েটার, চাদর, হুডি কিনতে। এছাড়া, শিশুদের জন্য জাম্পার, গেঞ্জি, টুপি, কাপড়ের জুতা কিনতে দেখা যায় অনেক নারী ক্রেতাকে।

ফুটপাতের দোকানগুলোতে প্রতিটি হুডি ২৫০-৩৫০ টাকায়, টি-শার্ট ২০০-২৫০ টাকায় এবং সোয়েটার ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু জায়গায় সোয়েটার ৫০০-৭০০ টাকায়ও বিক্রি হচ্ছে। শীতের টুপি ১০০-২০০ টাকা, চাদর ২৫০-৪৫০ টাকার মধ্যে এবং কাপড়ের জুতা ২০০-২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। জ্যাকেট প্রকারভেদে ৪০০-৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শিশুদের শীতবস্ত্র সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ফুটপাতের কাপড় কিনতে আসা শাহাদত সাহা বলেন, “শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরোনো কাপড়ের দাম তুলনামূলক কম, আর দেখতেও ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে ৩০০ টাকা দিয়ে কিনেছি, সেটা মার্কেটের দোকানে গেলে হাজার-বারো শ টাকা লাগত। গরিবের জন্য এই দোকানগুলো অনেক উপকারের।”

ঝিনাইদহ থেকে ঢাকায় বেড়াতে এসে ফুটপাতে পোশাক কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, “প্রতিবারই শীতের সময় ঢাকায় আসি। একবারে নিজেরসহ পরিবারের সবার জন্য শীতের পোশাক নিয়ে যাই। শপিং মলের তুলনায় ফুটপাতে পোশাকের দাম অনেক কম, সঙ্গে ভালো মানের পোশাকও পাওয়া যায়। তবে গতবারের তুলনায় এবার পোশাকের দাম একটু বেশি।”

ফুটপাতে শীতের কাপড় বিক্রি করা কয়েকজন দোকানদার জানান, এসব কাপড় তারা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন রাস্তায় বিক্রি করেন। দাম কম হওয়ায় বেচাকেনা ভালোই হচ্ছে। শীত যত বাড়বে, এই কাপড়ের চাহিদাও তত বাড়বে।

নিউমার্কেট এলাকার হকার মতিন মিয়া জানান, এবারের শীত মৌসুমে তিনি দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন। “আমি প্রতি বান্ডিল ১০ হাজার টাকায় ২০ বান্ডিল গরম কাপড় কিনেছি। প্রতি বান্ডিল পোশাক বিক্রি করে ২-৩ হাজার টাকার অধিক লাভ হয়।”

তিনি আরও বলেন, “প্রতিটি বান্ডিলে উলের ক্যাপ, স্কার্ফ, গ্লাভসসহ আট প্রকারের পণ্য রয়েছে। মানভেদে ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে সোয়েটার বিক্রি করছি।”

এলাকার আরেক ভাসমান ব্যবসায়ী আব্দুল শুকুর জানান, তিনি ৬০ টাকা থেকে ২০০ টাকার দামে উলের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করেন। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে তার দোকানে বিক্রিও বেড়েছে।

এনজে

শেয়ার