Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র ইফতার মাহফিল

২৫ এপ্রিল, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র ইফতার মাহফিল
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল রবিবার বিকেলে বিজিবি; ৫০ ব্যাটালিয়নের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের আয়োজনে ও ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বজিবি’র ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অংশ নেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন পিএসসি, ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এস, এম মোস্তাফিজুর রহমান পিএসসি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জমান আরা বেগম বন্যা প্রমুখ।

এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার