Top
সর্বশেষ

জমে উঠেছে উলিপুরের ঈদ বাজার

২৬ এপ্রিল, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
জমে উঠেছে উলিপুরের ঈদ বাজার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উলিপুর উপজেলা বাজারসহ ১৩ টি ইউনিয়নের হাটবাজার গুলোতে ক্রেতা বিক্রেতারা কেনাকাটায় ব্যাস্ত সময় পার করছেন। কোভিড-১৯ এর কারণে গত দুই বছর পর এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে পেয়েছে।

ক্রেতাদের আগমনে মুখর মার্কেটগুলো।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিপণিবিতানে চলছে কেনাকাটা। দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী পুরুষেরা। তবে তুলনামূলক নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে বেশি।অবশ্য পহেলা বৈশাখ ও ঈদের কারণে এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে কেনাকাটা।ঈদের এখনো কয়েকদিন বাকি থাকলেও ধীরে ধীরে আরও বাড়ছে কেনাকাটা। বলা যায় কেনাকাটার ধুম পড়েছে এখানে ।

নতুন পোশাক ছাড়া জমে না ঈদ।আর তাই উলিপুর বাজারের শপিংমলগুলোতে দেখা গেছে নতুন পোশাক কিনতে আসা মানুষের উপচে পড়া ভীড়।তাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি। বেশি বিক্রি হচ্ছে শিশুদের শার্ট, প্যান্ট, গেঞ্জি নারীদের শাড়ী, থ্রি-পিচ, লেহেঙ্গা, স্কার্ট, পুরুষদের প্যান্ট, শার্ট, লুঙ্গি,পাঞ্জাবি, পাজামাসহ বাহারি ডিজাইনের পোশাক। এই ঈদে দোকানিরা ইন্ডিয়ান জর্জেট,পুষ্পা, শারারা,লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা,কটি ইত্যাদি ডিজাইনের পোশাক বিক্রয় করছেন।এসব পোশাক সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে শুরু করে প্রায় দশ হাজার পর্যন্ত দরে বিক্রয় হচ্ছে বলে জানা গেছে।

বিক্রেতারা বলছেন, করোনার কারণে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতেই এবার বড় বিনিয়োগ করেছেন তারা। তবে, পণ্যের দাম বাড়া ও করোনার প্রভাব পুরোপুরি না কাটায় ক্রেতা কম। যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি তাই শেষের দিকে ক্রেতা বাড়তে পারে বলেও আশা করছেন তারা।তবে ক্রেতারা বলছেন, করোনার কারণে গত বছর কেনাকাটা করতে না পারলেও এবার সুযোগ পেয়ে কেনাকাটা করছেন। দাম বেড়ে যাওয়ায় অনেকেই চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে পারছেন না।

উলিপুর মধ্য বাজারের মন্ডল সুপার মার্কেটের সাফি ড্রেস ফ্যাশনের স্বত্বাধিকারী আবুল হোসেন জানান,বাজারেক্রেতার সংখ্যা কম। আমরা যেমন আশা করেছিলাম তেমন না। তবে ঈদের আগে ক্রেতা কিছু বাড়তে পারে।থ্রি-পিস, থানকাপড়, কাটাকাপড়, জামদানি শাড়ি ও বাচ্চাদের পোশাক এখন বেশি চলছে।

রাবেয়া বেগম নামে এক ক্রেতা বলেন, আমাদের চাহিদামত সব ধরনের পোশাক আছে। দাম একটু বেশি মনে হচ্ছে।দুই মেয়েকে তাদের নতুন জামাকাপড় কিনে দিলাম।নিজেদের জন্যও পোশাক দেখতেছি।

মোখলেছুর রহমান নামে আরেক ক্রেতা জানালেন, ভিড় ও ভোগান্তি এড়াতে একটু আগেভাগে মার্কেটে এসেছি। । পরিবারে সবারই পোশাক কিনলাম। পোশাকের মান ভালো, দামও সাধ্যের মধ্যে।শার্ট, প্যান্ট, থ্রি-পিচ এগুলোই কিনলাম আরকি।

টপ কোয়ালিটি নামক অপর একটি বস্ত্র বিতাণের মিজানুর রহমান ও মনজুরুল ইসলাম জানান,আমার এখানে ছেলে মেয়েদের সব ধরনের পোশাক রয়েছে। তবে ছেলেরা এবার কেনাকাটা একটু কম করছে বলে মনে হচ্ছে। যাই হোক এখনো ঈদের বেশ কিছুদিন বাকি রয়েছে। আশা করছি, প্রত্যাশা পূরণ হবে।

শুধু পোশাকই নয়, নতুন জুতা, গহনা, প্রসাধনসামগ্রীও বেচাকেনা হচ্ছে প্রচুর পরিমাণে। বেচাকেনায়ও দম ফেলার সময় নেই বিক্রেতাদের।ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেড়েছে কসমেটিকসের চাহিদা। মেয়েদের প্রসাধনী সামগ্রী বিক্রয় হচ্ছে বেশ।সুমাইয়া কনফেকশনারি নামক একটি দোকানের প্রোপাইটর নুর আলম জানান,মেয়েদের সৌন্দর্য চর্চার জিনিসপত্র গুলো বিক্রি বেশ ভালোই হচ্ছে। যেহেতু ঈদ সামনে বলা যায় এবারও বেচাকেনা জমবে। এমনটা আশাও করছি।

ঈদুল ফিতরের প্রধান আকর্ষণ সেমাই চিনি।বিভিন্ন আইটেমের সেমাইয়ের স্টল দিয়েছেন বিক্রেতারা। ইতোমধ্যে শুরু হয়েছে বেচাকেনা।মুদির দোকানগুলোতে ভীড় লেগেই থাকছে।বিভিন্ন রকমের মশলা, লবণ, সয়াবিন তেল প্রভৃতি কিনছেন ক্রেতারা।
টেইলার্স পাড়ায় চলছে দিনভর ব্যস্ততা। ঈদের আগেই পোশাক তৈরি করে দিতে হবে কাস্টমারদের। তাই তাদের যেন বিশ্রামের সুযোগই নেই।আইডিয়েল টেইলার্স, ঢাকা টেইলার্স ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এমন চিত্র শুধু উপজেলা শহরই নয়, গ্রামাঞ্চলের টেইলার্সগুলোতেও চলছে এমন ব্যস্ততা।নাগড়াকুড়া বাজারের মামা-ভাগনে টেইলার্সের ইয়ামিন আলী জানান,দিনরাত কাজ করছি, অবসর নাই।পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, মেয়েদের বিভিন্ন ডিজাইনের জামা পাজামা তৈরি করছি।

শুধু উলিপুর বাজার নয়, উপজেলার ১৩ টি ইউনিয়নের হাটবাজার গুলোতে চলছে এমন কেনাবেচার ধুম।উপজেলার থেতরাই হাট, সাতদরগাহ বাজার, নাগড়াকুড়া বাজার, জুম্মাহাট বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে ক্রেতাদের ভীড়।সেখানকার পোশাকের ছোট-বড় দোকানগুলোতে ক্রেতাদের ভীড় লেগেই থাকছে। নাগড়াকুড়া বাজারের মাস্টার ক্লথ স্টোরের মালিক আজাহার আলী জানান, রাত ১২ টা বা তারও বেশী সময় ধরে বেচাকেনা করছি।সববয়সী নারী পুরুষের পোশাক এখানে বিক্রয় করছি।প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এখানে এসে পোশাক কিনছে। তবে ইয়াং ছেলে মেয়েরা শহরমুখী।

শেয়ার