কুড়িগ্রামের উলিপুরে ঈদ উপহার হিসেবে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের মাথা গোঁজার ঠাঁই ঘর পেয়েছেন ৪২ গৃহহীন পরিবার।ঘর পেয়ে আবেগে আপ্লূত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে উপহারের এসব ঘর আনুষ্ঠানিকভাবে তুলে দেন।উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালে বক্তব্যদানের পর ভূমীহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণের কাজ শুরু করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৩৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ঘর বরাদ্দ রয়েছে ১৮০ টি, যার সাধারণ ডিজাইনে ৭০ টি এবং চর ডিজাইনে ১১০ টি।তৃতীয় পর্যায়ে ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সাধারণ ডিজাইনের ৭০ টি ঘরের মধ্যে ৪২ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে তা উপকারভোগীকে জমিসহ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-০৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠুসহ গণ্যমান্য ব্যক্তি ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।