Top
সর্বশেষ

উলিপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৬ এপ্রিল, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
উলিপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে প্রেসক্লাব উলিপুর এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরূমে এই ইফতারের আয়োজন করা হয়।

প্রেসক্লাব উলিপুরের আহ্বায়ক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণ (যুগান্তর) এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশের দীর্ঘায়ু কামনা,দেশবাসীর শান্তি কামনা, সততার সহিত সুসাংবাদিকতা করার প্রত্যয় নিয়ে মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুল কালাম আজাদ (সকালের সময়)।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান সেলিম (ইনকিলাব), সাংবাদিক প্রভাষক মুরাদ হোসেন মন্ডল (তৃতীয় মাত্রা),সাংবাদিক ইউনুস মোল্লা (জনতা), সাংবাদিক বাবলু মিয়া (কালবেলা),সাংবাদিক শিমুল দেব (আজকের পত্রিকা), সাংবাদিক চন্দন সরকার (বাংলা ডট রিপোর্ট), সংবাদকর্মী রোকন মিয়া (বাণিজ্য প্রতিদিন),সাংবাদিক জাহিদ হাসান (সূর্যোদয় /সি এন আই),সংবাদকর্মী মোখলেছুর রহমান বাদল (সাপ্তাহিক ধ্রুববাণী),সাংবাদিক জিয়ন রায়হান (জাগো বাহে) সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ।

 

শেয়ার