অবশেষে শুরু হলো ঈদযাত্রা। গত দুই বছর বিধিনিষেধের কারণে মানুষ সেভাবে গ্রামে যেতে পারেনি। এবার কোনো ধরনের বিধিনিষেধ না থাকায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার (২৭ এপ্রিল) ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এদিন ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে পরের ট্রেন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’র মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।
এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।
ইয়ারুল ইসলাম যাবেন সিলেটে। তিনি বলেন, এবার সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিলো টিকিট পাওয়া। গত ২৩ এপ্রিল টিকিট হাতে পাওয়ার পরই আনন্দ যোগ হয়। অনেক কষ্টের পর টিকিট পেয়ে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা।
তিনি আরও বলেন, এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো দীর্ঘ ১২ ঘণ্টার অপেক্ষার পর টিকিট পাওয়া। স্টেশনে কাউন্টারের সামনে সারারাত লাইনে অপেক্ষা ও আড্ডা দিয়ে সময় পার করা। আমার ক্যাম্পাসে (ঢাক কলেজ) এখন ছুটি চলছে।
অপরদিকে আরেক যাত্রী জিয়াউর রহমান সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। অপেক্ষা করছেন ধূমকেতু এক্সপ্রেসের জন্য। তার যাত্রা রাজশাহী।
তিনি বলেন, প্রতি ঈদেই গ্রামের বাড়ি রাজশাহীর খড়খড়িতে যাওয়া হয়। এবারো পরিবারের সঙ্গে ঈদ করতে আজ ঢাকা ছাড়বো। রাস্তায় কোনো ধরনের ভোগান্তি এড়াতে অফিসে একদিন আগেই ছুটি নিয়েছি। ঈদ শেষ করে পরদিনই ফিরতি যাত্রা করবো, ইনশাআল্লাহ। এতে বাড়তি চাপ থাকবে না।
এদিকে আজ সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেওয়া হচ্ছে ১ মে’র টিকিট। এই টিকিট পেতে মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকেই লাইনে টিকিটপ্রত্যাশীরা। যাদের একটা বড় অংশই স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতারি ও সেহরি। অনেক নারীরাও স্টেশনে এসেছেন সেহরির আগে।
এছাড়া ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকিট। আর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।