Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআই গ্রেপ্তার

২৭ এপ্রিল, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসআই গ্রেপ্তার
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে এক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ এপ্রিল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৬৫) ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত রমিজ উদ্দীর ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ২০২০ সালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার প্রয়াত হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী বাদি হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার পর আদালতে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে গত বছরের ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার রায়ের আগে থেকেই আব্দুল মান্নান পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার টিটিসির সামনে থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার