রংপুর মহানগর ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি নিয়ে ফেসবুকে স্টাটাস দেওয়ায় মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আল মাহাদী হৃদয়কে পিটিয়ে আহত করার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন ছাত্রলীগ মহানগর কমিটির নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে রংপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন কমিটির নেতারা। সংবাদ সন্মেলনে মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও এক যুগ্ন-সম্পাদক ছাড়া কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আল মাহাদী হৃদয় বলেন, ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি নিয়ে ফেসবুকে স্টাটাস দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর সমবায় মার্কেট এলাকায় সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেন ও যুগ্ন- সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার পথ রোধ করে পিটিয়ে আহত করে।
এরপর তাকে জোর করে মোটসাইকেলে তুলে সাধারণ সম্পাদক আসিফ হোসেনের টর্চার সেল রেল গেট এলাকার একটি লিচু বাগানে নিয়ে গিয়ে আটকে রেখে সেখানেও পারপিট করে। খবর পেয়ে মহানগর ছাত্রলীগের সিনিয়র নেতারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
সাধারণ সম্পাদক আসিফের কথা না শোনায় ওই টর্চার সেলে নিয়ে রংপুর মেডিকেল কলেজ, রংপুর পলিটেকনিক কলেজসহ বেশ কয়েটি কলেজের ছাত্রলীগের নেতাদের তুলে নিয়ে পাপিট করেন বলে সংবাদ সন্মেলনে বলা হয়।
সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়,২০১৫ সালে ১ বছরের জন্য রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হলেও ৭ বছর ধরে চলছে এই কমিটি। কমিটির যারা পদে রয়েছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি বিবাহিত। কেউ সরকারী চাকুরি করেন কেউ ব্যবসা করেন।
সংবাদ সন্মেলনে আরো বলা হয়, ২০১৯ অক্টোবর মাসে আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদ জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামীলীগ নেতা এবিএম মোজাম্মেলের উপস্থিতিতে রংপুর মহানগর আওয়ামীলী কার্যালয়ে কর্মী সন্মেলন চালা কালে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে সাধারণ সম্পাদক আসিফ হোসেন যুগ্ন- সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পারপিট করায় কেন্দ্র থেকে তাদেও বহিস্কার করা হয়। পরে ক্ষমা চাইলে কেন্দ্র তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেন।
অবিলম্বে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আল মাহাদী হৃদয় উপর হামলাকারিদের বিরুদ্ধে ব্যস্থা গ্রহণ মেয়াদউত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। এব্যপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সহযোগীতা কামনা করা হয়। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম তালুকদার, যুগ্ন-সম্পাদক সুমন সাহা,সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ ও ফজলে রাব্বি প্রচার সম্পাদক আব্দুল হান্নানসহ সংগঠনের নেতাকর্মীর।
এব্যপারে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, সহ-সম্পাদক আল মাহাদী হৃদয়কে আমি মারি নাই । সে আমাকে মেরে রক্তাক্ত করেছে। পরে ছাত্রলীগের অন্যান্য কর্মীরা এসে আমাকে উদ্ধার করে।মেয়াদউত্তীর্ণ কমিটি নিয়ে তার কোন বক্তব্য নেই বলে জানান তিনি।