Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

চট্টগ্রামে ভাড়া বাসায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ

১২ জানুয়ারি, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ভাড়া বাসায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ

চট্টগ্রামের একটি ভাড়া বাসা থেকে কামরুন নাহার (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম সদরের পাঁচলাইশ থানার মুরাদপুর গাউছিয়া বাড়ি এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুন নাহারের বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া গ্রামে। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

বাড়ির মালিক মো. সেকান্দার জানান, কামরুন নাহার একা ওই বাড়িতে ভাড়া থাকতেন। মাঝে মধ্যে তার স্বজনরা এসে বাসায় থাকতেন। সকালে অনেকক্ষণ পর্যন্ত দরজা না খোলায় তার (সেকান্দার) বোন খোঁজ নিতে গিয়ে কামরুন নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বাকিটা জানা যাবে।

শেয়ার