Top

জয়পুরহাটে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

২৬ নভেম্বর, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
জয়পুরহাটে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের ছোট যমুনা নদী থেকে আনোয়ারা বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভাদসা ইউপির দিওর শুকানদহ এলাকায় ছোট যমুনা নদী হইতে লাশ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ারা বেগম জেলার সদর উপজেলার তেকানা গ্রামের মৃত আব্দুল কালামের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, গত শনিবার (২৩ নভেম্বর) বিকেল হইতে নিখোঁজ ছিলেন আনোয়ারা বেগম। জেলার ছোট যমুনা নদী হইতে লাশ ভাসমান দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উদ্ধার করা হয়। তবে লাশ তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ছোট যমুনা নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এম জি

শেয়ার