শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হলরুমে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাজিতখিলা আমির আলী সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিম এর সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, শেরপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও ৩ নং বাজিতখিলা ইউনিয়ন যুবদলের ১নং সদস্য মেজবাহুল ইসলাম শিবলু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক আজিজুর রহমান প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতা মো: লাল মিয়া, ফরিদ মিয়া, সদর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহ জালালসহ, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীগন উপস্থিত ছিলেন।
এম জি