বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কচ্ছপ গতিতে গাড়ি চললেও ঈদ ঘরমুখো যাত্রী দূর্ভোগের শিকার হন। একটি ট্রাক বিকল হওয়ায় প্রায় ২ ঘন্টা ব্যাপী এ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশনায় ঈদ ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কপথে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু সেতু গোরচত্বর এলাকা থেকে নলকা মোড় পর্যন্ত প্রায় ১৫
কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরিয়ে ফেলে এবং বিকেল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলছে। ঈদ উপলক্ষে জেলার মহাসড়কে যানজট নিরসনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।